ভুয়া পরিচয়ে তিন কমিউনিটি পুলিশের সহযোগি আটক
Comments are closedকমিউনিটি পুলিশের সংগঠন হিসেবে দীর্ঘ ১৫ বছর ধরে পুলিশকে বোকা বানিয়ে আসছিল বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশ নামে একটি সংগঠন। চাকরি দেয়ার নামে এই সংগঠনটি প্রায় দেড় যুগে সাধারন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় সাড়ে বাইশ’ কোটি টাকারও বেশি। রাজধানীর ইসলামবাগ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই ভুয়া প্রতিষ্ঠানের মহাসচিব এম এ কুদ্দুস ও সভাপতি জাহাঙ্গির আলম সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ।