ভোগান্তি নিয়েই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ
Comments are closedরাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে তাই ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে লঞ্চঘাট বাস টার্মিনাল ও রেল স্টেশনে। যে কোনোভাবেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। সকাল থেকে রাজধানীতে গণপরিবহন কম থাকায় বিভিন্ন টার্মিনাল ও স্টেশনে পৌঁছাতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। গাড়ি না পেয়ে, হেঁটেই স্টেশন বা টার্মিনালে পৌছেছেন অনেককেই। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ভেতরে জায়গা না থাকায় অনেককে ছাদে করে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে। এদিকে, ভোর থেকেই ঝুঁকি নিয়েই সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চে উঠছেন যাত্রীরা। অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নৌ-পরিবহন কর্তৃপক্ষকে।