ভোক্তা পর্যায়ে বাড়ল গ্যাস ও বিদ্যুতের দাম
Comments are closedভোক্তা পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ল। বর্ধিত দাম ১লা সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি’র চেয়ারম্যান এ আর খান বলেন, গ্যাসের দাম গড়ে ২৬.২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২.৯৩ শতাংশ বেড়েছে। এর ফলে গ্যাসের মাসিক বিল ২০০ টাকা বাড়িয়ে এক চুলার জন্য এখন ৬০০ টাকা এবং দুই চুলার জন্য সাড়ে ছয়শ টাকা নির্ধারিত হল। বিইআরসি’র চেয়ারম্যান আরও জানান, গৃহস্থালিতে মিটারভিত্তিক গ্যাসের বিল প্রতি ঘনমিটার ৫ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হয়েছে। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিক প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। সার ও বিদ্যুৎ উৎপাদন ছাড়া সব ক্ষেত্রে গ্যাসের দাম বেড়েছে। সর্বশেষ ২০০৯ সালের ১লা অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় গ্যাসের মূল্য পুনর্নিধারণ করা হয়। গ্রাহক পর্যায়ে সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয় গত বছর মার্চে। নতুন বর্ধিত দাম অনুযায়ি বিদ্যুতের ক্ষেত্রে ১ থেকে ৫০ ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি আগের দর অপরিবর্তিত রয়েছে। তবে ৫০ থেকে ৭৯ ইউনিট খরচে ইউনিট প্রতি ২৭ পয়সা বেড়ে ৩ দশমিক আট শুন্য টাকা করা হয়েছে।