ভোজ্যতেলের ৪১ প্রতিষ্ঠানের মান সনদ বাতিল
Comments are closedভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী ৪১ প্রতিষ্ঠানের মান সনদ বাতিল করেছে, বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন, বিএসটিআই। পণ্যে ভিটামিন এ সমৃদ্ধ না করে সরকারের নির্দেশনা অমান্য করায় সকালে এমন সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি। একই সাথে ক্রেতাদের প্রতি, ‘সঠিক পুষ্টি, সুস্থ জীবন’ লেখা লোগো ছাড়া ভোজ্য তেল না কেনার পরামর্শ দিয়েছেন তারা।