ভোটাধিকার ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন সৌদি নারীরা
Comments are closedএই প্রথম সৌদি আরবের নারীরা ভোটাধিকারের সুযোগ পেতে যাচ্ছেন। একই সঙ্গে আগামী ১২ই ডিসেম্বর দেশটির পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও পাচ্ছেন দেশটির নারীরা। মক্কা ও মদীনাতে এক সপ্তাহে আগে ভোটার নিবন্ধন শুরু হলেও আগামীকাল থেকে পুরো দেশেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। আর যেসব নারী নির্বাচনে অংশ নিতে আগ্রহী তাদের নিবন্ধন শুরু হবে ৩০শে আগস্ট থেকে। এমনকি নির্বাচনী পোস্টারে নিজেদের ছবিও ব্যবহার করতে পারবেন সৌদি নারীরা। আসন্ন এই পৌরসভা নির্বাচনে প্রায় ৭০ জন নারী প্রার্থী ও নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে ৮০ জন নারীর অংশ নেওয়ার কথা রয়েছে। ২০১১ সালে পৌরসভা নির্বাচনের সময় প্রয়াত বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ নারীদের ভোটাধিকার দেয়ার ঘোষণা দেন।