ভোটার তালিকা হালনাগাদ শুরু
Comments are closedভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধান নির্বাচন কমিশনার ড.কাজী রকিবউদ্দিন আহমদ। শনিবার সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। ৩টি ধাপে আগামী বছরের ১০ই জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। যাদের জন্ম ২০০০ সালের ১লা জানুয়ারি বা তার আগে হালনাগাদ কার্যক্রমে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া কেউ এক এলাকা থেকে অন্য এলাকার ভোটার হতে চাইলে তারাও হালনাগাদ করতে পারবেন। তবে এজন্য উপজেলা অথবা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।