ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
Comments are closedবেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বিক্ষোভ করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বসুন্ধরা গেট মোড়ে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন বসুন্ধরা আবাসিক এলাকায়। এছাড়া স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধানমন্ডিতে এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলশান-১ এলাকায় বিক্ষোভ করেন। এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট।