ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়লো
Comments are closedভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বাড়িয়ে মোবাইল কোর্ট-সংশোধন আইন ২০১৫-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে অপরাধী দোষ স্বীকার না করলেও সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে শাস্তি দিতে পারবেন ভ্রাম্যমাণ আদালত। মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। সকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষজ্ঞের মতামত নিতে পারবেন। এছাড়া সভায় বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন ২০১৫-এর খসড়া ও পাট আইন ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।