মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশের উদ্বোধন আজ
Comments are closedমগবাজার-মৌচাক ফ্লাইওভারের একটি অংশ উদ্বোধন করা হবে আজ। সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত অংশটি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরই সকল ধরনের যান চলাচলের জন্য খুলে দেয়া হবে ফ্লাইওভারের ওই অংশটি। এরই মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বিদ্যুত সংযোগের কাজ শেষ করা হয়েছে। আগামী জুনে বাংলামোটর থেকে মৌচাক এবং বাকিটা ডিসেম্বরে খুলে দেয়া হতে পারে। ২০১১ সালে শুরু হওয়া এ ফ্লাইওভারের কাজ চলতি বছর জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, পরে দুই দফা সময় বাড়ানো হয়। সঙ্গে বেড়ে যায় প্রকল্প ব্যয়।