মঞ্জুর বিরুদ্ধে হাইকোর্টের দেয়া আদেশ বহাল
Comments are closedদুর্নীতির মামলায় বন ও পরিবেশমন্ত্রী এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সাত বছরের কারাদণ্ড বাতিলে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। দুপুরে এই আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চ। এই আদেশের ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া সাজার আদেশ বাতিল থাকলো। ২০০৭ সালের ২৫ জুলাই ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে ঠিকাদার আমিন আহম্মেদের কাছ থেকে এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়।