মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
Comments are closedমধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আবারো সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। জাতীয় সংসদ চত্বরে জিয়ার মাজার সরিয়ে নেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, লুই আই কানের নকশা আনা হয়েছে, নকশা অনুযায়ী তা বাস্তবায়িত হবে। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন এসব কথা বলেন।