মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১০দিন বাড়ানোর দাবি জাতীয় পার্টির
Comments are closedপৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১০দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে জাতীয় পার্টি। দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে সিইসি কাজি রাকিব উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে দলটির মহাসচিব জিয়া উদ্দীন বাবলুর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল এ আবেদন জানায়। সাক্ষাৎ শেষে জাতীয় পর্টির মহাসচিব আরও জানান, পৌর নির্বাচনে যাতে মন্ত্রী-এমপিদের প্রচারণার সুযোগ থাকে সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জাতীয় পার্টির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।