মন্ত্রিসভায় যোগ হচ্ছে নতুন সদস্য
Comments are closedপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দুই থেকে তিনজন নতুন সদস্য যুক্ত হতে পারেন। এজন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি ও সংরক্ষিত আসনে নারী সাংসদ তারানা হালিমকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে আজ ঢাকায় থাকতে বলা হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভার পুরোনো কারও কারও দপ্তর বদল হতে পারে। তবে কেউ বাদ পড়বেন কি-না,তা নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পূর্ণ মন্ত্রী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। পূর্ণ মন্ত্রী হলে তাকেও নতুন করে শপথ নিতে হবে।