মরমী শিল্পী আব্দুল আলীমের জন্মদিন আজ
Comments are closedগান যখন মরমে প্রবেশ করে তখন আকুল হয়ে ওঠে প্রাণ। আর সে মরমী গানের জন্য খ্যাত বাংলা লোক সঙ্গীতের কিংবদন্তী আব্দুল আলীম। তার দরাজ কণ্ঠের গানে বাংলার আপামর জনসাধারণের বুকের তটভূমিতে যেন আছড়ে পড়ে পদ্মা-মেঘনার উত্তাল ঢেউ। গুণী এই শিল্পীর জন্মদিন আজ। ১৯৩১ সালে পশ্চিমবঙ্গের তালিবপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল আলীম। ৪৭ এ দেশভাগের পর বাংলাদেশে চলে আসেন তিনি। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রেও গান গেয়েছেন মরমী এই শিল্পী। পাঁচ শতাধিক গানের রেকর্ড রয়েছে তাঁর। পেশাগত জীবনে ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপনাও করেন তিনি। এই সঙ্গীত অনুরাগী ১৯৭৭ সালে মরনোত্তর একুশে পদক পান। এছাড়া, দেশে-বিদেশে বহু পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৭৪ সালে ৫ সেপ্টেম্বরে ভক্তকূলকে কাঁদিয়ে আব্দুল আলীম চলে যান না ফেরার দেশে।