মহাসপ্তমী আজ
Comments are closedআজ মহা সপ্তমী । শারদীয় দূর্গাপূজার দ্বিতীয় দিন আজ। সকাল থেকেই শুরু হয়েছে দেবী- দর্শন, দেবীর উদ্দেশ্যে ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রশাদ গ্রহন। ত্রি-নয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়েছে। তাই দেবীকে আসন , ব্স্ত্র নৈবেদ্য ,চন্দন পুস্পমাল্য দিয়ে পূজা করছেন ভক্তরা ।এসময় ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরহিত রনজিত চক্রবর্তী মহা সপ্তমীতে বলেন মা যে সকল অশুভ শক্তিকে ধ্বংস করে সবার মঙ্গল করেন । চট্টগ্রামে দু:খ-কষ্ট ভুলে দেবী দুর্গাকে বরণ করছেন সনাতন ধর্মালম্বীরা। মহানগরীতে এবার ২৯৮টি ও জেলায় ১৯৬০টি মন্ডপে পূজার আয়োজন। বিগত বছরগুলোর মত এবারো নির্বিঘ্নে পূজা উদযাপনের আশা করছেন আয়োজকেরা। পূজার সময়ে ব্যাপক নিরাপত্তা থাকছে বলে নিশ্চিত করেছেন সিএমপি পুলিশ কমিশনার আব্দুল জলিল। এসারা দেশের মত পর্যটন নগরি কক্সবাজারেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। এ উপলক্ষে জেলার ১২৪টি মন্দিরে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।