মাঠে নামছে লিভারপুল, বোর্নমাউথ,ম্যানইউ ও মিডলসবারো
Comments are closedইংলিশ ক্যাপিটাল ওয়ান কাপে রাত পৌনে ২টায় লিভারপুলের মুখোমুখি হবে বোর্নমাউথ। সরাসরি দেখাবে টেন স্পোর্টস। একই সময় অপর ম্যাচে, ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মিডলসবারো। এই খেলাটি সরাসরি দেখাবে টেন অ্যাকশন। অন্য দিকে, রাত পৌনে ২টায় ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে ক্রিস্টাল প্যালেস। গত রাতের খেলায় টাইব্রেকারে স্টোক সিটির কাছে ৫-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চেলসি। অন্য ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয় আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল।