মানবতাবিরোধী অপরাধীদের সেফহোমে জিজ্ঞাসাবাদ
Comments are closedএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ চারজনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দুপুরে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। শুনানি শেষে এ অনুমতি দেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। আট আসামির বিরুদ্ধে আগামী ১৭ নভেম্বর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।