মানবতাবিরোধী অপরাধে মুজাহিদ ও সালাউদ্দিন এর মৃত্যুদণ্ড বহাল
Comments are closedমৃত্যুদণ্ড বহাল রেখে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চূড়ান্ত রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ চার বিচারপতি রায়ের কপিতে সাক্ষর করেছেন।
গত ১৬ ই জুন মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। অন্যদিকে ২৯ শে জুলাই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রাখে।