মামুনের খালাসের আদেশ বাতিল
Comments are closedজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের খালাসের আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলাটি হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ সকালে এ আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত মামুনকে ১০ বছরের সাজা, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের জেল দেন। এ রায়ের বিরুদ্ধে মামুন আপিল করলে ২০১২ সালের ৩০শে জুলাই হাইকোর্ট তাকে খালাস দেন। পরে এর বিরুদ্ধে আপিল করে দুদক।