মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়নে এগিয়ে হিলারি
Comments are closedআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুপার টিউসডে’তে প্রার্থী মনোনয়নে মোট ১১ টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী ডেমোক্রেট দলের, হিলারি ক্লিনটন সাতটি এবং তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস নিজ রাজ্য ভারমন্টসহ চারটি রাজ্যে জয় পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ছয়টি রাজ্যে জিতেছেন। আর তার প্রতিদ্বন্দ্বী ট্রেড ক্রুজ দুটি ও মার্কো রুবিও একটি করে রাজ্যে জয়ী হয়েছেন। এখনও পর্যন্ত বেশিরভাগ অঙ্গরাজ্যে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকায়, আগামী ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, রিপাবলিকান এবং ডেমোক্রেট থেকে এ দুজনেরই প্রার্থী হবার সম্ভাবনা রয়েছে।