মার্গারিটা মামুনের স্বর্ণ জয়
Comments are closedরিও অলিম্পিকের রিদমিক জিমন্যাস্টিক্সের একক অল-অ্যারাউন্ড ইভেন্টের সোনার পদক জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান কন্যা জিমন্যাস্ট মার্গারিটা মামুন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বদেশী ইয়ানা কুদ্রিয়াভসেভাকে পেছনে ফেলে সর্বমোট ৭৬.৪৮৩ স্কোর করে সোনা জিতেছেন মার্গারিটা। এ ইভেন্টে ৭৫.৬০৮ স্কোর করে রুপা জিতেছেন কুদ্রিয়াভসেভা। ব্রোঞ্জ জেতা ইউক্রেনের গানা রিজাতদিনোভার স্কোর ৭৩.৫৮৩। রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডটাও মার্গারিটার দখলে। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ স্কোর করে গড়েন এই রেকর্ড।