মাহমুদুর রহমান ও শওকত মাহমুদের মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
Comments are closedদৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহদুদুর রহমান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের মুক্তি চেয়ে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছে ৪টি পেশাজীবী সংগঠন। দুপুরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি রুহুল আমীন গাজীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারীর কাছে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে মাহমুদুর রহমান ও শওকত মাহমুদ ভীষণ অসুস্থ বলে উল্লেখ করা হয়।
২০১৩ সালের পয়লা এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতির কথোপকথন ফাঁস হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় মাহমুদুর রহমানকে এবং ২০১৫ সালের ১৯ আগস্ট এক সংবাদ সম্মেলন থেকে গ্রেপ্তার করা হয় সাংবাদিক নেতা শওকত মাহমুদকে।