মায়ার মন্ত্রিত্বে আইনগত বাধা নেই: দুদক কমিশনার
Comments are closedদুর্নীতির মামলা চলাকালীন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সংসদ সদস্য পদ থাকায় মন্ত্রিত্বেও আইনগত বাধা নেই। দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। বলেন, মামলাটি বিচারাধীন থাকায় তা শেষ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৩ই জুন রাজধানীর সূত্রাপুর থানায় মোফাজ্জল হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির একটি মামলা করে দুদক। জ্ঞাত আয়ের বাইরে অবৈধভাবে ৬ কোটির বেশি টাকার সম্পদ অর্জনের ওই মামলায় ১৩ বছরের কারাদণ্ড হয় মায়ার। ২০১০ সালের অক্টোবরে হাইকোর্টের একটি বেঞ্চ ওই রায় বাতিল করেন। এরপর দুদক-এর বিরুদ্ধে আপিল করে। গেল ১৪ই জুন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে আপিলের পুনরায় শুনানির নির্দেশ দেন।