মিয়ানমারের আরাকান আর্মির সদস্য আটক
Comments are closedরাঙামাটির রাজস্থলী উপজেলায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র এক সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে উপজেলার তাইতংপাড়া কলেজগেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের জিটুআই মেজর তসলিম তারেক জানান, আটক ব্যক্তির নাম অংক্রাউ রাখাইন। আটকের পর তার কাছ থেকে ২টি বিদেশী ঘোড়া,আরাকান বাহিনীর তিনসেট পোশাক, তিনটি ল্যাপটপ,দুটি ক্যামেরাসহ মূল্যবান কাগজপত্র উদ্ধার করা হয়।