মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি আজ
Comments are closedমৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে, রিভিউ আবেদনের শুনানির জন্য দুমাসের সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন তিনি। বিষয়টি জানিয়েছেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাসেম।