মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিন: প্রধানমন্ত্রী
Comments are closedদেশ ও জাতির প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরা যে কোন ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য যোগ্য ও দক্ষ অফিসারদের হাতে নেতৃত্ব ন্যস্ত করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে সেনাসদর নির্বাচনী পর্যদ-২০১৫ এর উদ্বোধনী সভায় এসব কথা বলেন তিনি। এ পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে পদোন্নতির জন্য সিদ্ধান্ত নেয়া হবে। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর জন্য নেওয়া নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, সব কিছুর উর্ধ্বে থেকে নিরপক্ষে দৃষ্টিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীকে সেনাবাহিনীর আগামী নেতৃত্বের জন্য খুঁজে বের করতে হবে।