মুক্তির রাত: বদলে যাচ্ছে ৫৫ হাজার মানুষের ভাগ্য
Comments are closedভারত-পাকিস্তান ভাগ হয়েছে ৬৮ বছর। কিন্তু ইংরেজদের কূটনীতির কাছে হার মেনে তাদেরই তৈরি করা মানচিত্রে বাংলাদেশের ভেতর ভারত আর ভারতের ভেতর রয়ে যায় কিছু জমি। আর এসব স্থানে বসবাসকারীদের ছিল না কোন দেশরই নাগরিকত্ব। বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ছিটমহলবাসীর জীবনের অনেক লাঞ্ছনার গল্প ছিল এতদিন। এতদিনের কষ্টের পর গত মাসে ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত চুক্তি সম্পন্ন হয়। এর পর লোক গণনা। সুযোগ দেওয়া হয় যে যার ইচ্ছেমত দেশ বেছে নেওয়ার। মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় কার্যকরের মাধ্যমে বদলে যাবে ৫৫ হাজার মানুষের ভাগ্য। নাগরিকত্ব অনুযায়ী শনিবার নিজ নিজ দেশে চলে যেতে পারবেন ছিটমহলবাসী। আর ভিজিট পাস দিয়ে আগামী নভেম্বর পর্যন্ত আসা-যাওয়া করতে পারবেন দু’দেশের লোকজন।