মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনতা নেতা নীতিশ
Comments are closedপঞ্চম বারের জন্য ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সংযুক্ত জনতা দল নেতা নীতিশ কুমার। মহাজোটের অন্যতম শরিক রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী হলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী। ২৬ বছর বয়সের তেজস্বী এই প্রথম বিধায়ক হয়েছেন। গতকাল পাটনার গান্ধী ময়দানে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারে মহাজোটের অন্যতম শরিক দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।