মুন্সীগঞ্জে স্থানান্তর করা হবে প্লাস্টিক শিল্প
Comments are closed২০১৮ সালের মধ্যে পুরান ঢাকাসহ রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিক শিল্পকে মুন্সীগঞ্জে স্থানান্তর করা হবে। এজন্য বিসিক প্লাস্টিক শিল্প নগরী নামে একটি প্রকল্পসহ নতুন ও সংশোধিত মোট ৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অথনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেকের সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, দুই সিটি কর্পোরেশেনকে নিয়ে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।