মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা
Comments are closedপুলিশি বাধায় মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি চট্টগ্রাম মহানগর বিএনপি। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা এ কর্মসূচির আয়োজন করে। শনিবার সকাল ১০টা থেকে কর্মসূচি পালনের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে দলের নেতা-কর্মীরা। কর্মসূচীতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। তব কর্মসূচি শুরু করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। নগরীর কোতোয়ালী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, অনুমতি না নেওয়ায় তাদের মানববন্ধন করতে দেয়া হয়নি।