মূল্যবোধের অবক্ষয় ও বিচানহীনতার অভাবে বাড়ছে অপরাধ
Comments are closedদেশে বর্তমানে আশঙ্কাজনক হারে বাড়ছে খুন-ধর্ষণের মত অপরাধ। সিলেটে শিশু রাজন হত্যা ও পহেলা বৈশাখে টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় আলোচনা-সমালোচনা কম হয়নি। এই দুটি ঘটনার ক্ষেত্রেই উঠে এসেছে বর্বরতার চিত্র। পুলিশের তথ্যমতে, চলতি বছরের প্রথম ৬ মাসে দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ২ হাজার ৮০টি। চুরি বা রাহাজানির ঘটনা অগুনিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান জানালেন, দেশে আগের মত যৌথ পরিবার না থাকায় মানুষ ক্রমেই ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ছে। সেই সঙ্গে প্রযুক্তি ও বিত্ত-বৈভবের প্রাচুর্যের কারনে মানুষের আবেগ ও মূল্যবোধে ব্যাপক পরিবর্তন এসেছে। আর মনোবিজ্ঞানী ড. মেহতাব খানম মনে করেন, অসম প্রতিযোগিতা, হতাশা আর নৈতিক অবক্ষয়ের কারনে অনেক ক্ষেত্রে শিক্ষিত তরুণরা জড়িয়ে পড়ছে অপরাধমূলক কাজে। এজন্য শিশুকাল থেকেই নৈতিক ও মানবিক শিক্ষার ওপর জোর দেন তিনি। সামাজিক অপরাধ বন্ধে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাইকোলজি কাউন্সেলিং কার্যক্রম চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।