মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে মুজাহিদের রিভিউ শুনানি শেষ, রায় আগামীকাল
Comments are closedমৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মুজাহিদের রিভিউ শুনানি শেষে আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। দুপুরে শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। আসামিপক্ষে শুনানি করেছেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।