মেক্সিকান মাদক ব্যাবসায়ীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
Comments are closedদ্বিতীয় বারের মত জেল পালানো মেক্সিকান মাদক ব্যাবসায়ী জোয়াকুইন গুজম্যান ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। বাংলাদেশে টাকায় পুরষ্কারের এই অর্থের পরিমাণ ২৯ কোটি ৫৫ লাখ টাকা। গত শনিবার এলটিপ্লানো কারাগার থেকে প্রায় দেড় কিলোমিটার সুড়ঙ্গ পথ খুঁড়ে পালিয়ে যান এই মাদক ব্যাবসায়ী। এই ঘটনায় এরই মধ্যে কারগারটির পরিচালকসহ তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। জোয়াকুইন গুজম্যান আন্তর্জাতিক মাদক চক্র সিনালোয়া কার্টেলের প্রধান । আট বছর আটক থাকার পর ২০০১ সালেও একটি হাই সিকিউরিটি কারাগার থেকে লন্ড্রির ঝুড়িতে করে পালিয়ে যান তিনি।