মেক্সিকোয় বন্দুকধারীর গুলিতে দুই পরিবারের ১৫ সদস্য নিহত
Comments are closedক্সিকোয় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে বন্দুকধারীদের গুলিতে দুই পরিবারের ১৫ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় শনিবার দেশটির তামাউলিপাস রাজ্যে এই ঘটনা ঘটে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হারমিনিও গারজা পালাসিয়স জানান, অজ্ঞাত বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের দুজন পুরুষ, চারজন নারী ও পাঁচ কিশোরীকে হত্যা করে। এর কিছু সময় পর রিভোলুসিয়ন জেলায় আরেকটি পরিবারের এক পুরুষ ও দুই নারীকে হত্যা করে বন্দুকধারীরা।