মেবাইলে জানা যাবে নিম্ন আদালতের মামলার তথ্য
Comments are closedঢাকার নিম্ন আদালতের দৈনন্দিন কার্যতালিকা ও মামলা নিষ্পত্তি সংক্রান্ত সব তথ্য এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমেই জানা যাবে। এ জন্য একটি মোবাইল অ্যাপসের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এসময় বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে জানান তিনি। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিচারকের পদোন্নতি ও বদলি সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া হয়নি বলেও জানান এস কে সিনহা। বিচার প্রশাসন নিয়ে আপত্তিকর বক্তব্য থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান তিনি।