মেসিকে ছাড়াই রাতে মাঠে নামছে বার্সা
Comments are closedনিজেদের মাঠ বায়ারেনায় জার্মানির ক্লাব লেভারকুসেন মোকাবেলা করবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। হাঁটুর ইনজুরির জন্য এই ম্যাচে মাঠে নামতে পারবে না বার্সা সুপারস্টার লিওনেল মেসি। রাত পৌঁনে একটায় খেলাটি সরাসরি দেখাবে টেন এইচডি।একই সময় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগ্রেবের বিপক্ষে।