মেসির হ্যাটট্রিকে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতলো বার্সেলোনা
Comments are closedলিওনেল মেসির হ্যাটট্রিকে ভায়েকানোর বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতলো বার্সেলোনা।পাশাপাশি রিয়াল মাদ্রিদের স্প্যানিশ রেকর্ড ভেঙে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার নতুন ইতিহাস গড়েলো বার্সা। এ জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে আতলেতিকো মাদ্রিদের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেল লুইস এনরিকের শীর্ষরা। ২৭ ম্যাচে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ৬৯। সমান ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ আর ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।