ম্যাগী নুডুলস বিক্রিতে বাধা নেই
Comments are closedনেসলের বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগকে আইনতসম্মত নয় বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। ল্যাবে ম্যাগী নুডুলস পরীক্ষার পর আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক বিদ্যাসাগর কেনেডি এ রায় দেন। এ রায়ের ফলে এখন থেকে দেশটির বাজারে ম্যাগী নুডুলস বিক্রিতে আর কোন আইনগত বাধা থাকলো না।