ম্যান বুকারের প্রাথমিক তালিকা প্রকাশ
Comments are closed২০১৬ সালের ম্যান বুকার পুরস্কারের জন্য প্রাথমিক মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে পাঁচজন ব্রিটেনের, পাঁচজন আমেরিকান, দুইজন কানাডিয়ান এবং একজন দক্ষিণ আফ্রিকান লেখকের বই রয়েছে। আজ পাঁচ বিচারকের বিবেচনায় ১৩ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। গত একবছরে জমা পড়া ১৫৫ বই থেকে এ তালিকা করেছেন বিচারকরা। আগামী ১৩ সেপ্টেম্বর মনোনীতদের শর্ট লিস্ট প্রকাশ করা হবে। আর পুরস্কার ঘোষণা করা হবে ২৫ অক্টোবর। প্রতি বছর ইংরেজি ভাষায় প্রকাশিত শ্রেষ্ঠ উপন্যাসের জন্য বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন এ পুরস্কার দেয়া হয়।