ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে তনুর লাশ
Comments are closedকুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের তত্ত্বাবধানে সিআইডি লাশ উত্তোলন করেন। এ সময় এলাকাবাসী ও তনুর পরিবারের সদস্যরা সেখানে ভিড় করেন।এর আগে গত ২৮শে মার্চ মামলার সুষ্ঠু তদন্ত, ডিএনএ নমুনা সংগ্রহ, সুরতহাল তৈরি ও পুনঃময়নাতদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন কুমিল্লার একটি আদালত। মরদেহ উত্তোলন করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আলামত সংগ্রহের পর আজই তনুর মরদেহ দাফন করা হবে।