যশোরে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি
Comments are closedযশোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে শহীদ আলী নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বিজিবি জানায়,সকালে, শহীদসহ কয়েকজন ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। বেনাপোলের পুটখালী সীমান্তের কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলী ছোড়ে বিএসএফ সদস্যরা। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান শহীদ। তিনি পুটখালী গ্রামের ছবেদ আলীর ছেলে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।