যানজটহীন অন্যরকম রাজধানী
Comments are closedপ্রতিদিন অতিরিক্ত যাত্রীর চাপে যেখানে বাসে তিল পরিমাণ জায়গা ফাঁকা থাকেনা, সেখানে আজ বাসের বেশিরভাগ সিটই ছিল খালি। পুরো রমজানে রাজধানীর বিভিন্ন সড়কে যেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকেছে বিভিন্ন যানবাহন, সেখানে আজ ফাঁকা রাস্তায় দাপিয়ে বেড়িয়েছে সেগুলো। বিভিন্ন ভিআইপি সড়কে বছরের বাকি সময়ে রিক্সা চলাচল নিষিদ্ধ থাকলেও আজ যেন তাদেরই রাজত্ব। অন্যদিকে, কিছু কিছু রুটে গণপরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেক যাত্রীকে। আর, রাস্তায় যানজট সামলাতে যাদের হিমশিম খেতে হয়, সেই ট্রাফিক পুলিশরাও কিছুটা আয়েশি সময় কাটিয়েছেন। যদিও সড়কে নিরাপত্তা দিতে সজাগ রয়েছেন বলে জানান তারা। তবে যাত্রী কম,তাই ঈদের বকশিসের নামে কিছুটা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বাস, সিএনজি অটোরিক্সা ও রিক্সায়। তবে এ নিয়ে তেমন অভিযোগ নেই যাত্রীদের।