যানজট কমাতে মহাসড়কে ১৪ টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Comments are closedআসন্ন কোরবানি ঈদের আগে ঢাকা-চন্দ্রা-আশুলিয়াসহ মহাসড়কে যানজট কমাতে ১৪ টি ওয়াচ টাওয়ার নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া, ঈদের ছুটিতে রাজধানীতে চুরি-ছিনতাই-অজ্ঞান ও মলমপার্টির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করার কথাও জানান মন্ত্রী। এছাড়া, সীমান্ত পথে কোরবানীর চামড়া যেন পাচার না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।