যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ
Comments are closedঢাকার দুই সিটি মেয়রকে নগরীর যানজট নিরসনে বিশেজ্ঞদের মতামত নিয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর একটি হোটেলে এক আলোচনায় তিনি এ পরামর্শ দেন। একই সঙ্গে, নগরীতে অতিরিক্ত রিক্সা কমানো ও ফুটপাত দখলমুক্ত করার ব্যপারে মেয়রদের কঠোর হওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, প্রাথমিক অবস্থায় পুরো নগরীর বদলে একটি বা দুটি রাস্তায় যানজট নিরসনে কাজ করার প্রস্তাব করেন। অন্যদিকে, ঢাকাকে আই.সি.ইউ-তে থাকা রোগীর সঙ্গে তুলনা করেছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তবে জানান, শিগগিরই জসিমউদ্দিন রোড, কাকলী মোড়সহ নগরীর ৫টি পয়েন্টে লুপ নির্মাণ করা হলে যানজট ২৫ থেকে ৩০ শতাংশ কমে যাবে।