যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক
Comments are closedসিরিয়ায় ইসলামিক স্টেট-আইএসের রাজধানী হিসেবে পরিচিত রাক্কা শহর উচ্ছেদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। সম্প্রতি চীনে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বৈঠকে ওবামা, আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে জানতে চাইলে এতে সর্মথন দেয় তুরস্ক। গেল মাসে, সিরিয়ার সীমান্তে আইএস এবং কুর্দি বিদ্রোহীদেরও দমনে অভিযান শুরু করে তুর্কি বাহিনী। তবে এই সিরিয়া সীমান্তে তুরস্ক বাহিনীর এমন অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।