যুক্তরাষ্ট্রে সরাসির সম্প্রচারে টিভি সাংবাদিককে গুলি করে হত্যা
Comments are closedযুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মার্কেটের পাশে সাক্ষাৎকার নেয়ার সময় একজন বন্দুকধারি তাদের গুলি করে পালিয়ে যায়। নিহত এলিসন পার্কার ও এডাম ওয়ার্ড দেশটির W DBJ7 TV চ্যানেলের সাংবাদিক।