যুদ্ধাপরাধের দায়ে কারাদিচের ৪০ বছরের কারাদণ্ড
Comments are closedযুদ্ধাপরাধের দায়ে সাবেক সার্বীয় নেতা রাদোভান কারাদিচের ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে সংঘটিত বসনিয়া যুদ্ধে প্রায় এক লাখ মানুষ নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলকানের কসাই হিসেবে পরিচিত এই সার্ব নেতার বিরুদ্ধে রায় ঘোষণা করেন। ৭০ বছর বয়সী কারদিচের বিরুদ্ধে সেব্রেনিৎসা গণহত্যাসহ কয়েকটি অপরাধে জড়িত থাকার মোট ১১টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১০টিতেই দোষী সাব্যস্ত হন রাদোভান কারাদিচ।