যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
Comments are closedযেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কক্সবাজারের রামু সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার। এর আগে রামু সেনানিবাসী ‘বীর স্মরণী’ নামে একটি নান্দনিক সড়ক, ১০ পদাতিক ডিভিশনের স্মৃতিধারক ‘অজেয়’ স্মৃতিস্তম্ভ ‘একটি মাল্টিপারপাস শেড ‘বীরাঙ্গন’ ও আলী কদম সেনানিবাসে নির্মিত কম্পোজিট ব্যারাক ‘মাতামুহুরী’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।