যৌন নিপীড়নে অভিযুক্ত শান্তিরক্ষীদের ফেরত পাঠানো হবে
Comments are closedশান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন নির্যাতনে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের করা এই খসড়া অনুযায়ী, যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে, তাদের দেশে পাঠিয়ে দেয়া হবে। ওই অভিযোগ তদন্তে শান্তিরক্ষী কন্টিনজেন্টের গাফিলতি পাওয়া গেলে, পুরো দলটিকেই দেশে পাঠানো হবে। এই প্রথম এমন কোন প্রস্তাব পাস করলো নিরাপত্তা পরিষদ। প্রস্তাবের পক্ষে পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে চৌদ্দ দেশ ভোট দিলেও, নীরব ছিলো মিশর । তবে এ আইনের ফলে নিরপরাধ সৈন্যরাও অন্যদের মতো শাস্তির শিকার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে অনেক দেশ।