রনির রিমান্ডের শুনানি ৩০ জুন
Comments are closedআগামী ৩০শে জুন সাংসদপুত্র বখতিয়ার আলম রনির রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুপুরে পুলিশ রনিকে আদালতে হাজির করে আবারও রিমান্ড চাইলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হক এ দিন ধার্য করেন। আদালতে তিনজনের দেওয়া জবানবন্দি অনুযায়ী, ১৩ই এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটনে গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় রনি এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুইজন নিহত হয়।